বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

কাশ্মীরে ঘরে ঘরে তল্লাশি

ভারতশাসিত কাশ্মীরে নিরাপত্তাবাহিনীগুলোর এক যৌথ তল্লাশি অভিযানে অন্তত ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সোমবার গভীর রাত থেকে বারামুলায় ওই অভিযান শুরু হয়। চীন ও পাকিস্তানের জাতীয় পতাকা, লস্কর-এ-তৈয়বা এবং জায়েশ-ই-মুহম্মদের মতো উগ্র সংগঠনগুলোর প্রচার পুস্তিকা এবং পেট্রল বোমাও উদ্ধার করা হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে। এক সেনা মুখপাত্র ভারতীয় গণমাধ্যমকে বলেছেন, ওই অভিযান চলাকালে কমপক্ষে ৭০০ বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। গ্রেফতারকৃতদের সঙ্গে উগ্রবাদী কার্যকলাপের যোগ আছে বলে মনে করা হচ্ছে। সোমবারের ওই অপারেশন শুরুর আগে কয়েকটি এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। সাধারণ মানুষকে বাড়ির ভিতরে ঢুকে যেতে বলে নিরাপত্তাবাহিনী। জুলাই মাসে হিজবুল মুজাহিদীনের কমান্ডার বুরহান ওয়ানি নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলিতে মারা যাওয়ার পর ভারতশাসিত কাশ্মীরে অশান্তি চলছে। টাইমস অব ইন্ডিয়া

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর