শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সিঙ্গুরে কৃষকদের জমি ফেরালেন মমতা

কলকাতা প্রতিনিধি

সিঙ্গুরে কৃষকদের জমি ফেরালেন মমতা

১০ বছরের প্রতীক্ষার অবসান, জমি হাতে পেল পশ্চিমবঙ্গের হুগলি জেলার সিঙ্গুরের কৃষকরা। গতকাল সিঙ্গুরের গোপালনগর মৌজায় চাষযোগ্য জমিতে নিজের হাতে শর্ষের বীজ ছড়িয়ে জমি ফেরত দেওয়ার কাজ শুরু করেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দেশটির সুপ্রিমকোর্টের নির্দেশ মেনেই এদিন থেকেই সিঙ্গুরের ইচ্ছুক ও অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। জমি ফেরতের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন, সিঙ্গুরে মোট ৯৯৭ একর জমির মধ্যে আজ ফেরত দেওয়া হচ্ছে ১০৩ একর চাষযোগ্য জমি। ২২১৬ জন কৃষকের হাতে আজ এই জমির দখল তুলে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ৯৩১ একর জমিকে চাষযোগ্য করার কাজ শেষ হয়েছে। বাকি ৬৫ একর জমিকেও দ্রুত চাষযোগ্য করে ফেরত দেওয়া হবে। আগামী ১০ নভেম্বরের মধ্যেই সেই জমি ফেরত দেওয়া হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, ইচ্ছুক ও অনিচ্ছুক কৃষকদের পাশাপাশি বর্গাদার, ক্ষেতমজুররাও তাদের অংশ ফেরত পাবেন। ল্যান্ড অ্যাক্ট অনুযায়ী তাদের এই ভাগ দেওয়া হবে’।

সর্বশেষ খবর