শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

কাশ্মীরে চীন-ভারতের যৌথ সামরিক মহড়া

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পূর্ব লাদাখে প্রথমবারের মতো এক যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে চীন ও ভারতের সেনাবাহিনী। নিউক্লিয়ার্স সাপ্লায়ার্স গ্রুপে (এনএসজি) ভারতের যোগ  দেওয়ার চেষ্টা থেকে শুরু করে জাতিসংঘ ঘোষিত সন্ত্রাসী মাসুদ আজহারসহ বিভিন্ন ইস্যুতে দেশ দুটির মধ্যে কূটনৈতিক উত্তেজনা বিরাজ করছে। এই পরিস্থিতিতেই বুধবার দিনব্যাপী মানবিক ত্রাণ ও দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত এই মহড়ায় অংশ নেয় দুই দেশের সেনারা।

এতে ভারতের সীমান্তবর্তী একটি গ্রাম ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কাল্পনিক পরিস্থিতি তৈরি করা হয়। এরপর দুদেশের যৌথ উদ্ধারকারী দল সেখানে উদ্ধার অভিযান,লোকজনকে সরিয়ে  নেওয়া ও চিকিৎসা সহায়তা  দেওয়ার মহড়া দেয়। 

এর আগে চলতি বছরের  ফেব্রুয়ারিতে লাদাখের নিয়ন্ত্রণ  রেখার (এলএসি) অপর পাশে চীনের নিয়ন্ত্রিত অংশে দুদেশের প্রথম যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছিল। এবার ভারতীয় পাশে অনুষ্ঠিত মহড়া তারই ধারাবাহিকতা। প্রধানত দুদেশের সীমান্ত রক্ষায় নিয়োজিত বাহিনী এ মহড়ায় অংশগ্রহণ করে। এনডিটিভি।

সর্বশেষ খবর