শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ফের ব্যর্থ উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

এক সপ্তাহের মধ্যে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা আবারও ব্যর্থ হলো। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, মধ্যপাল্লার এ ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উেক্ষপণ ব্যর্থ হয়। উত্তর কোরিয়া কয়েক দিন আগে মধ্যপাল্লার মসুদান ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় ব্যর্থ হয়। এর পাল্লা ছিল আনুমানিক ৪ হাজার কিলোমিটার। এ ধরনের পরমাণু ক্ষেপণাস্ত্র ৪ হাজার কিলোমিটার দূরের কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। উত্তর কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে, এমনকি তাদের দূরবর্তী গুয়াম ঘাঁটিতেও আঘাত হানতে সক্ষম এ ক্ষেপণাস্ত্র। বিবিসি অনলাইনে গতকাল  এ তথ্য জানানো হয়েছে। এ ধরনের ক্ষেপণাস্ত্র এ বছর আটবার পরীক্ষার চেষ্টা করেছে উত্তর কোরিয়া। সফল হয়েছে মাত্র একবার। তবে বিশেষজ্ঞরা ধারণা করছেন, এসব ক্ষেপণাস্ত্র আগামী বছরের শুরুর দিক থেকে কার্যকরী করতে সক্ষম হবে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্র পরীক্ষার চেষ্টাকে ভর্ত্সনা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের মতে, এটি আবার উসকানি দেওয়ার ঘটনা। উত্তর কোরিয়ার পরমাণু কার্যক্রমের বিরোধিতা করে আসছে জাতিসংঘ। বিধ্বংসী ও পরমাণু সরঞ্জামাদি ব্যবহারে উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। তবে দেশটি জাতিসংঘের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে এবং যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের হুঁশিয়ারি উপেক্ষা করে তাদের পরমাণু কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ খবর