শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সিরিয়ার আলেপ্পোয় যুদ্ধবিরতি কার্যকর

সিরিয়ার আলেপ্পো শহরে রাশিয়া সমর্থিত একতরফা যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার সেনাবাহিনী। অবরুদ্ধ মানুষজনকে পূর্ব আলেপ্পো ছেড়ে যাওয়ার সুযোগ দিতে এ যুদ্ধবিরতি করা হয়েছে। গতকাল গণমাধ্যমে বলা হয়েছে, সেনাবাহিনী আলেপ্পোর উত্তরে বুস্তান আল কাসের কোয়ার্টার এবং ক্যাসটেল্লো রোড এ দুটি এলাকায় এক্সিট করিডোর খুলেছে। আলেপ্পোর অবরুদ্ধ বিদ্রোহী-নিয়ন্ত্রিত অংশে সম্প্রতি রাশিয়া এবং সিরিয়ার বোমা হামলায় হাসপাতাল, বেকারি এবং ওয়াটার পাম্পিং স্টেশন বিধ্বস্ত হয়েছে এবং শত শত মানুষ এবং বেসামরিক নাগরিক মারা গেছে। আলেপ্পোয় দীর্ঘ অবরোধের পর একতরফা যুদ্ধবিরতির সমালোচনা করেছে জাতিসংঘ। আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশে আটকা পড়েছে ২ লাখ ২৫ হাজার বেসামরিক নাগরিক। তারা এতদিন করিডোর থেকে দূরে ছিল। বিবিসি।

সর্বশেষ খবর