Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭

ঢাকা, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭
প্রকাশ : শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২০ অক্টোবর, ২০১৬ ২৩:৪৬
অন্য খবর
৭০০ বছরের প্রাচীন মুদ্রা
৭০০ বছরের প্রাচীন মুদ্রা

অস্ট্রেলিয়াভিত্তিক নিলাম প্রতিষ্ঠান মসগ্রিনে ৭০০ বছরের প্রাচীন একটি নোট (কাগুজি মুদ্রা) পাওয়া গেছে। ১৪ শতাব্দীতে চীনে কাঠের নির্মিত একটি বৌদ্ধমূর্তির ভিতরে নোটটি পাওয়া যায়।

এশিয়ান আর্ট বিভাগের প্রধান রে ট্রেগাস্কিস মূর্তিটি পরীক্ষা-নিরীক্ষা করার সময় তার  ভিতরে নোটটি খুঁজে পান। মূলত এটি ব্যাংক মুদ্রা। নোটটি চীনে মুদ্রিত প্রথম দিককার নোটগুলোর একটি যা মিং শাসনামলে ব্যবহৃত হতো। ট্রেগাস্কিস বলেন, এই প্রথমবারের মতো কাঠের মূর্তির ভিতরে ব্যাংক নোট পাওয়া  গেল। আমরা বিস্মিত হয়েছি। নোটটির  লেখাগুলোর অর্থ বোঝার পর অনেক আনন্দও  লেগেছে।

up-arrow