শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সংক্ষেপে

২০০ জঙ্গি নিহত

তুরস্ক সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে  ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টি (পিওয়াইডি) ও পিপল’স প্রটেকশন ইউনিটস (ওয়াইপিজি)’র অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এতে প্রায় ২০০ জঙ্গি নিহত হয়েছে। রাষ্ট্র পরিচালিত আনাদোলু এজেন্সি গতকাল একথা জানিয়েছে। সিরিয়ান  ডেমোক্রেটিক ফোর্সের অংশ ইওয়াপিজি সিরিয়ায় মার্কিন  নেতৃত্বাধীন আইএস বিরোধী অভিযানের অংশীদার। এএফপি।

ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ

এক ১৬ বছরের কিশোরীকে পাশবিক নির্যাতনের পর হত্যাকাণ্ডে আর্জেন্টিনাজুড়ে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ  দেখা দিয়েছে। ৮ অক্টোবর হাইস্কুলের ছাত্রী লুসিয়া  পেরেজকে ধর্ষণের পর হত্যা করে মাদক বিক্রেতারা। এই ঘটনায় শোকাহত হাজার হাজার আর্জেন্টাইন কালো পোশাক পরে রাস্তায় নেমে এসে প্রতিবাদ জানায়। পেরেজের স্মরণে রাস্তায় নেমে আসা এসব আর্জেন্টাইনের মধ্যে কিছু পুরুষ থাকলেও অধিকাংশই নারী। বিবিসি।

ফিলিপাইনে টাইফুনের আঘাত

ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় ক্যাগাইয়ানে বুধবার সুপার টাইফুন হাইমার আঘাত হেনেছে। এতে সেখানে ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়টি ঘণ্টায় ২২৫ কিলোমিটার  বেগে আঘাত হানে। তবে প্রাকৃতিক এই দুর্যোগের আঘাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঝড়ের আঘাত হানার আশঙ্কায় আগে  থেকেই ওই অঞ্চলের হাজার হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। বিবিসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর