শনিবার, ২২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

নিজেদের রক্ষায় চোরাগোপ্তা হামলা আইএসের

মসুলে ব্যাপক অভিযান

ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল দুবছর ধরে জঙ্গি সংগঠন আইএসের দখলে। সেই শহর রক্ষায় ব্যাপক অভিযান শুরু করেছে ইরাক সরকার। চারপাশ থেকে ঘিরে ধরে এ অভিযান শুরু হয়েছে গত সোমবার থেকে। এ অবস্থায় শত শত আইএস যোদ্ধা শহর থেকে পালাচ্ছে। যারা রয়েছে তারা নিজেদের রক্ষার জন্য চোরাগুপ্তা হামলা শুরু করেছে। তবে ইরাকি বাহিনীর দাবি, আইএসের সংগ্রহে থাকা অস্ত্রও সীমিত হয়ে পড়েছে। তাদের কাছে এখন স্নাইপার ও আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানোর উপকরণ ছাড়া আর কোনো অস্ত্র নেই। বৃহস্পতিবার ইরাকি সরকারের  পক্ষ থেকে জানানো হয়, তাদের সেনারা দক্ষিণ-পূর্ব দিক থেকে এগিয়ে যাচ্ছে এবং কুর্দি পেশমেরগা বাহিনী এগুচ্ছে উত্তর-পূর্ব দিক থেকে। এদিকে মসুলের একটি গ্রাম থেকে কমপক্ষে ৫০০ জন বেসামরিক লোককে আটকে রেখেছে জঙ্গিরা। এসব মানুষকে ঢাল হিসেবে ব্যবহারের চেষ্টা করছে আইএস। অন্যদিকে ইরাকি কর্তৃপক্ষ দাবি করেছে আইএস ঘাঁটি লক্ষ করে হেলিকপ্টার থেকে বোমা হামলা চালানো হচ্ছে।

আইএস ‘নৃশংস’ মার্কিন জেনারেল : জঙ্গিগোষ্ঠী আইএসকে ‘নৃশংস প্রতিপক্ষ’ বলে আখ্যায়িত করেছেন এক শীর্ষ মার্কিন জেনারেল। মসুল পুনর্দখলের অভিযান সম্পর্কে মন্তব্য করতে গিয়ে লেফটেন্যান্ট জেনারেল স্টিফেন টাউনসেন্ড এ মন্তব্য করেন। তিনি ইরাক ও সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটবাহিনীর প্রধান। বিবিসিকে জেনারেল টাউনসেন্ড বলেন, লড়াইয়ের ময়দায়ে আইএস ধূর্ত ও সৃজনশীল ও পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেয়। বিবিসি, এএফপি।

সর্বশেষ খবর