শনিবার, ২২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সংক্ষেপে

বরুণের বিরুদ্ধে অভিযোগ

ভারতের প্রতিরক্ষা সম্পর্কিত তথ্য পাচারের অভিযোগ উঠল বিজেপির সংসদ সদস্য বরুণ গান্ধীর বিরুদ্ধে। মধুচক্রে ফেঁসে গিয়েই গোপন প্রতিরক্ষা নথি ফাঁস করে দিয়েছেন বরুণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সচিবালয়ে পাঠানো এক চিঠিতে এমনটাই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের আইনজীবী সি অ্যাডমন্ডস অ্যালেন। পাচারের ঘটনায় দলের এক সংসদ সদস্যের নাম জড়িয়ে যাওয়ায় যথেষ্ট অস্বস্তিতে বিজেপি। কলকাতা প্রতিনিধি।

 

জাপানে ভূমিকম্প

জাপানে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ২। তাত্ক্ষণিকভাবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কোনো সুনামি সতর্কতাও নেই। গতকাল এ ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) জানিয়েছে ভূমিকম্পটির উত্পত্তিস্থল ছিল দেশটির কুরাওইয়োশি এলাকা থেকে ৮ কিলোমিটার দক্ষিণে ভূ-পৃষ্ঠের ১০ কিলোমটার গভীরে। এদিকে প্রাথমিক অবস্থায় ইউএসজিএস জানিয়েছিল, ভূমিকম্পটি ৬ দশমিক ৬ মাত্রার। পরে তা কমিয়ে ৬ দশমিক ২ মাত্রার বলে জানানো হয়। এএফপি।

 

আইসিসি ছাড়ার ঘোষণা

আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) ছাড়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ আফ্রিকা। এরইমধ্যে এ সংক্রান্ত কার্যক্রমও শুরু করেছে দেশটি। মূলত সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরের দক্ষিণ আফ্রিকা সফরকালে তাকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গ্রেফতারের আহ্বান জানায় আইসিসি। এ ঘটনায় আইসিসি-দক্ষিণ আফ্রিকা দ্বন্দ্বের জেরে এ সিদ্ধান্ত নিচ্ছে দেশটি। বিবিসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর