মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ভারত-পাকিস্তান সীমান্তে ফের গুলি, নিহত ৩

ভারত-পাকিস্তান সীমান্ত এলাকায় গতকাল ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পাকিস্তানের দুজন বেসামরিক নাগরিক ও ভারতীয় এক সেনা নিহত হয়েছেন। দুই দেশের সেনা কর্মকর্তারা এমনটাই দাবি করেছেন। পাকিস্তান সেনাবাহিনী বলছে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ও ভারত-শাসিত কাশ্মীরের জম্মু এলাকার সীমান্তে গোলাবর্ষণ হয়। সীমান্তবর্তী হারপাল, পুখলিয়ান ও চারওয়াহ এলাকায়  গোলাবর্ষণের ঘটনা ঘটে। জাংগ্লোরা গ্রামে ভারতীয় সেনাদের হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে এক বছরের এক শিশুও রয়েছে। আহত হয়েছেন বেসামরিক সাতজন নাগরিক। তাদের দাবি, রাতভর ভারতের চালানো হামলার পাল্টা জবাব দিতেই পাকিস্তান হামলা চালায়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একজন মুখপাত্র বলেন, পাকিস্তানের হামলায় ভারত-নিয়ন্ত্রিত জম্মু এলাকায় বিএসএফের এক সেনা নিহত হয়েছেন। আরেক সেনা আহত হয়েছেন। আহত হয়েছেন বেসামরিক পাঁচ নাগরিক। তাদের মধ্যে দুজন নারী ও একজন শিশু। গত সেপ্টেম্বর মাসে উরি সেনা ছাউনিতে পাকিস্তানের সন্ত্রাসীদের হামলায় ১৮ জন জওয়ান নিহত হয়েছেন। এরপর থেকে ভারত ও পাকিস্তান সম্পর্কে আবার উত্তেজনা শুরু হয়। এএফপি

সর্বশেষ খবর