মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ভয়ঙ্কর সোমালিয়ান জলদস্যু

সোমালিয়ান জলদস্যুদের হাতে এখনো শত শত নাবিক অপহৃত। এরমধ্যে প্রায় পাঁচ বছর আগে অপহৃত এক দল নাবিক জলদস্যুদের কাছ থেকে সম্প্রতি মুক্তি পেয়েছেন। মুক্তি পাওয়া একজন নাবিক বিবিসিকে জানিয়েছেন, প্রাণে বাঁচার জন্য তারা কখনো কখনো ইঁদুরও খেয়েছেন। ফিলিপাইনের নাবিক আরনেল বালবেরো বলেছেন, বন্দী অবস্থায় তাদের খুব সামান্য খাবার দেওয়া হত। প্রতিদিন তার মনে হত, মৃত্যুর সঙ্গে বসবাস করছেন তারা। ২০১২ সালে একটি জাহাজের ২৬ জন নাবিককে জিম্মি করে সোমালিয়ায় নিয়ে যায় জলদস্যুরা। এই নাবিকেরা ছিলেন বিভিন্ন দেশের নাগরিক। প্রায় পাঁচ বছর বন্দী থাকার পর মুক্তিপণ নিয়ে শনিবার তাদের ছেড়ে দিয়েছে জলদস্যুরা। জলদস্যুদের হাতে বন্দী নাবিকেরা ছিলেন চীন, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, কম্বোডিয়া, ভিয়েতনাম ও তাইওয়ানের নাগরিক। জলদস্যুরা ২৬ জন নাবিককে জিম্মি করেছিল, তাদের মধ্যে একজন  সেদিনই মারা যায়, আরও দুজন বন্দী থাকা অবস্থায় অসুস্থ হয়ে মারা যায়। মুক্তি পাওয়া নাবিক বালবেরো জানান, জলদস্যুরা তাদের খুবই কম খাবার দিত। যে কারণে তারা ইঁদুর খেতেন। জঙ্গলে ইঁদুর রান্না করে খেতে হতো তাদের। বিবিসিকে তিনি বলেন, ‘আমরা যা পেতাম তাই খেতাম। ক্ষুধা পেলে আপনিও হাতের কাছে যা পাবেন তাই খাবেন।’ বালবেরো তার পাঁচ বছরের বন্দী জীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। মুক্ত হয়েও এখন তিনি ভাবছেন স্বাভাবিক জীবনে তিনি কবে ফিরতে পারবেন।

সর্বশেষ খবর