মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ফ্রান্সে শরণার্থী শিবির উচ্ছেদ

ফ্রান্সের ক্যালেতে ‘জঙ্গল’ নামে পরিচিত শরণার্থীদের শিবির উচ্ছেদে অভিযান শুরু করেছে পুলিশ। গতকাল শুরু হওয়া এ অভিযানে অংশ নেয় ১২ শতাধিক পুলিশ। এই শিবিরে সাড়ে ছয় হাজার শরণার্থী করুণ অবস্থায় ছিল। অভিযান শুরুর পর শরণার্থীদের অনেকে পুলিশকে বাধা দেয়, অনেকে পুলিশের ওপর পাথর ছুড়ে মারে। কয়েকজনকে আগুন ধরিয়ে দিতে দেখা যায়। ফরাসি সরকার বলেছে, তারা শরণার্থী শিবির বন্ধ করে দিতে চায়। সরকার তাদের দেশের ৪৫০টি কেন্দ্রে পুনর্বাসনের ব্যবস্থা করবে। এসব শরণার্থীকে প্রায় সবাই যুদ্ধ, দারিদ্র্য এবং অন্যান্য মানবিক কারণে নিজ নিজ  দেশ থেকে পাড়ি দিয়েছে। এদেরই একজন পশ্চিম আফ্রিকার দেশ গিনির বাসিন্দা আমাদু দিয়ালো বলেন, ‘আমার মনে হয় এখন একটি কাজের কাজ হবে। আমি একাই এসেছি। পড়াশোনা করতে চাই।’ শরণার্থীদের মধ্যে বেশির ভাগ আফগানিস্তান, সিরিয়া, ইরিত্রিয়ার বাসিন্দা। এএফপি

সর্বশেষ খবর