মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সংক্ষেপে

কাতারের সাবেক আমিরের মৃত্যু

কাতারের সাবেক আমির খলিফা বিন হামাদ আল-থানি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৪ বছর। তার মৃত্যুতে কাতারে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। তিনি বর্তমান আমির তামিম বিন হামাদ আল-থানির দাদা। তার শাসনামলে (১৯৭২-১৯৯৫) জ্বালানিসমৃদ্ধ কাতার আধুনিক যুগে পা রাখে। তিনি এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন। দেশটির রাজকীয় এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আমির শেখ খলিফা বিন হামাদ আল-থানি ২৩ অক্টোবর রবিবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন।’ ১৯৭১ সালে কাতার ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর প্রাথমিক পর্যায়ে যে কজন দেশটি শাসন করেন তিনি তাদের অন্যতম। এএফপি।

কনে ১১, বর ১২

কনের পরনে ধবধবে সাদা বিয়ের পোশাক। পায়ে হাই হিল আর মাথায় টায়রা। নীল সুটে রাজপুত্রের মতোই ঝলমল করছে পাত্রও। তবে এই পাত্রের বয়স মাত্র ১২, পাত্রী ১১। আর তাদের  সেই বাগদানপর্ব নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। ঘটনাটি ঘটেছে মিসরের কায়রো থেকে ৭৫ মাইল দূরে একটি শহরে। বড় ছেলের বিয়ে উপলক্ষে বড়সড় অনুষ্ঠানের আয়োজন করেছিলেন কায়রোর বাসিন্দা নাসের হাসান। সেই খুশির মুহূর্তকে দ্বিগুণ করতে ওই দিনেই নিজের ছোট ছেলের বিয়ে ঘোষণা দেন নাসের। তবে এ ঘটনায় অবাক নন ওমরের বাবা কিংবা আগত অতিথিদের  কেউ-ই। যদিও বিতর্ক শুরু হয়েছে গোটা মিশরে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর