বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

কোয়েটায় হামলাকারীরা আসে আফগানিস্তান থেকে!

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় পুলিশ একাডেমিতে হামলা চালানো জঙ্গিরা প্রতিবেশী দেশ আফগানিস্তান থেকে আসে। দেশটির কর্মকর্তারা এমনটাই বলছেন। গতকাল পাকিস্তানের দ্য ডন পত্রিকার অনলাইনে এ তথ্য জানানো হয়। কোয়েটার একটি পুলিশ একাডেমিতে সোমবার রাতে জঙ্গি হামলা হয়। হামলায় নিহত হয় অন্তত ৬১ জন। নিহত ব্যক্তিদের অধিকাংশই ক্যাডেট। হামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার কোয়েটায় ছুটে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান, সেনাপ্রধান জেনারেল রাহেল শরিফসহ সরকার ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। হামলায় নিহত ব্যক্তিদের দাফন অনুষ্ঠানে অংশ নেন তারা। পরে পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা গতকাল একটি বৈঠক করেন। সূত্র বলছে, কোয়েটার নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের ব্যর্থতায় বৈঠকে উদ্বেগ জানান প্রধানমন্ত্রী। কর্মকর্তারা নওয়াজ শরিফকে পুলিশ একাডেমিতে হামলার বিষয়ে তথ্য জানান। হামলার বিষয়ে আগাম গোয়েন্দা তথ্য থাকা সত্ত্বেও ওই একাডেমিতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়নি বলে জানানো হয়। বৈঠকে জানানো হয়, পুলিশ একাডেমিতে যারা হামলা চালিয়েছে, তারা আফগানিস্তান থেকে এসেছে। আফগানিস্তানে থাকা হোতাদের সঙ্গে হামলাকারীদের যোগাযোগও ছিল।

সর্বশেষ খবর