বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সংক্ষেপে

অপহূত ৩০ জনকে হত্যা

আফগানিস্তানের ঘোর প্রদেশে অপহরণের পর খুন হয়েছে ৩০ বেসামরিক ব্যক্তি। মঙ্গলবার ফিরোজকোহ জেলায় এ ঘটনা ঘটে। গতকাল গণমাধ্যমকে প্রদেশের এক কর্মকর্তা জানিয়েছেন, আইএসের এক কমান্ডারের মৃত্যুর প্রতিশোধ নিতে সন্দেহভাজন আইএস যোদ্ধারা ওই ব্যক্তিদের হত্যা করেছে। এদের মধ্যে শিশুও রয়েছে। প্রদেশটির গভর্নরের মুখপাত্র আবদুল হাই খাতিবি বলেছেন, ‘সোমবার এক অভিযানে আফগান পুলিশ ঘোর প্রদেশে আইএসের এক কমান্ডারকে হত্যা করেছিল। এর প্রতিশোধ নিতে আইএস যোদ্ধারা প্রাদেশিক রাজধানীর কাছ থেকে ৩০ বেসামরিক ব্যক্তিকে অপহরণ করে এবং তাদের সবাইকে গুলি করে হত্যা করেছে।’ বিবিসি।

 

আত্মঘাতী ড্রোন

ইরানের এলিট রিভ্যুলিশনারি গার্ড গতকাল জানিয়েছে, তারা জলে ও স্থলে লক্ষ্যবস্তু উড়িয়ে দিতে বিস্ফোরক বহনে সক্ষম এমন একটি ‘আত্মঘাতী ড্রোন’ তৈরি করেছে। রিভ্যুলিশনারি গার্ড বিষয়ক সংবাদ প্রচারকারী একটি বার্তা সংস্থার বরাতে বলা হয়, প্রাথমিকভাবে জলসীমা পর্যবেক্ষণে ড্রোনটি কাজে লাগানো হবে। সংস্থাটি আরও জানায়, পানির সামান্য ওপর দিয়ে দ্রুত গতিতে উড়ে যেতে সক্ষম ড্রোনটি এমনভাবে তৈরি করা হয়েছে, যা প্রতি ঘণ্টায় প্রায় ২৫০ কিলোমিটার গতিতে পানির মাত্র দুই ফুট ওপর দিয়ে উড়ে যেতে পারবে। এএফপি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর