শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

মসুল ছেড়ে পালিয়েছে ১০ হাজার বাসিন্দা

মসুল ছেড়ে পালিয়েছে ১০ হাজার বাসিন্দা

ইরাকের মসুলে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে অভিযান শুরুর পর শহরটি থেকে ১০ হাজারেরও বেশি বাসিন্দা পালিয়ে গেছে। জাতিসংঘের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল-জাজিরা গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গত সপ্তাহে ইরাকে আইএসের শক্ত ঘাঁটি মসুল পুনরুদ্ধারে অভিযানে নামে দেশটির সরকারি বাহিনী ও কুর্দি পেশমারগা যোদ্ধারা। এ অভিযানে বিমান হামলা চালাচ্ছে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট। সূত্র জানায়, শহরটিতে প্রায় ১০ লাখ লোকের বাস। শহরের ভিতরে থাকা কয়েক লাখ বাসিন্দা আইএসের নজরদারি এড়িয়ে পালানোর প্রহর গুনছে। আল-জাজিরার সাংবাদিক স্টেফাইন ডেক্কার উত্তর ইরাকের এরবিল থেকে জানিয়েছেন, ‘বেশি লোকজনের বাস এমন এলাকাগুলোর কাছাকাছি লড়াই যত ঘনিয়ে আসছে, আমরা  দেখতে পাচ্ছি অধিক সংখ্যক পরিবার পালিয়ে যাচ্ছে।’ তিনি বলেন, ‘ইরাকি সন্ত্রাসবিরোধী সেনারা কমপক্ষে এক হাজার  লোককে তাদের গ্রাম থেকে সরিয়ে নিয়েছে। ওই লোকজনের জন্য পরিস্থিতি ছিল ভয়ঙ্কর। তাদের বাড়িগুলো প্রকম্পিত হচ্ছিল এবং তারা গোলাগুলির মাঝে পড়ে গিয়েছিল। অনেকে পায়ে হেঁটে তাদের ভয়ঙ্কর যাত্রা শুরু করেছে।’

অভিযানে ৯০০ আইএস যোদ্ধা নিহত : মসুলে ইরাক  নেতৃত্বাধীন অভিযানে এ পর্যন্ত ৮০০ থেকে ৯০০ ইসলামিক  স্টেট (আইএস) যোদ্ধা নিহত হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডার জেনারেল জোসেফ ভোটেল গতকাল এ কথা বলেন। ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরীটিকে আইএসের কবল থেকে পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নিতে এ অভিযান শুরু করা হয়। এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে জোসেফ বলেন, ‘গত সপ্তাহে শুরু হওয়া এই অভিযানে আমাদের ধারণা সম্ভবত ৮০০ থেকে ৯০০ ইসলামিক স্টেট যোদ্ধা নিহত হয়েছে। এএফপি, বিবিসি।

সর্বশেষ খবর