শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সীমান্তে ৫ ভারতীয় সেনা নিহত!

কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে ফের গোলাগুলি হয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এ সংঘর্ষে অন্তত পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছে। তবে ভারতের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। পাকিস্তান সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে দেশটির এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, গতকাল ভিমবার সেক্টরের চারটি ভারতীয় পোস্ট ধ্বংস করেছে পাকিস্তানি বাহিনী। এতে অন্তত পাঁচ ভারতীয় সীমান্তরক্ষী নিহত হয়েছে বলেও ওই সূত্রের দাবি। এর আগে পাকিস্তান সেনাবাহিনী জানায়, সোমবার ভারতীয় পক্ষ থেকে ‘বিনা উসকানিতে’ হামলা চালানো হয়। এর পরই পাকিস্তানের পক্ষ থেকে তার জবাব দেওয়া হয়। তখন  থেকেই তিন দিন ধরে সেখানে গোলাগুলি চলছে।

পাকিস্তান আইএসপিআর-এর এক বিবৃতিতে বলা হয়, বুধবার ছাপরার সেক্টরে ভারতীয় পক্ষের গোলার আঘাতে দুই বেসামরিক নাগরিক নিহত এবং আরও আট বেসামরিক ব্যক্তি আহত হয়েছে। গত এক সপ্তাহে অন্তত ছয়  বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে বলেও দাবি করা হয়। এদিকে ভারতীয় বার্তা সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, পাকিস্তানি সেনারা ভারী শেল ও স্নাইপার দিয়ে গুলি ছুড়ে হামলা চালায়।

এতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের রণবীর সিং পুরার (আরএস পুরা) আবদুল্লিয়ান এলাকায় আহত ওই বিএসএফ সদস্য চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে মারা  গেছে। তবে তার নাম প্রকাশ করা হয়নি।

বুধবার রাতে আরএস পুরা ও আর্নিয়া এলাকায় ১৫টি ভারতীয় পোস্ট এলাকায় গোলাগুলি হয়। এতে ছয় গ্রামবাসী আহত হয় বলেও ভারতীয় নিরাপত্তারক্ষীরা জানিয়েছে।

বিএসএফের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ধর্মেন্দ্র পারিখ দাবি করেন, ‘দুটি পাকিস্তানি পোস্ট থেকে বুধবার রাত ৮টা ৩৫ মিনিটে ভারী গুলি চালানো শুরু হয়। ৯টা নাগাদ তারা মর্টার হামলা শুরু করে।’ তবে তিনি জানিয়েছেন,  গোলাগুলিতে আর কোনো সদস্য নিহত হয়নি। এক্সপ্রেস ট্রিবিউন।

সর্বশেষ খবর