শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সিরিয়ায় বিমান হামলায় শিশুসহ নিহত ২৬

সিরিয়ায় বিমান হামলায় শিশুসহ নিহত ২৬

সভ্যতার সবচেয়ে বীভৎস রূপ দেখছে সিরিয়া। ক্ষমতার দ্বন্দ্বে সেখানে প্রতিদিন মানুষ হত্যা করা হচ্ছে। বাদ যাচ্ছে না শিশুরাও। গত পরশু বিদ্রোহী নিয়ন্ত্রিত দুমায় বিমান হামলায় আহত শিশুটি কাতরাচ্ছে হাসপাতালে। —এএফপি

সিরিয়ায় প্রায় প্রতিদিনই বিমান হামলায় মানুষ মারা যাচ্ছে। তবে গত পরশু সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশের একটি গ্রামে বিমান হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। তাদের অধিকাংশই স্কুলগামী শিশু বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা ও একটি পর্যবেক্ষক  গোষ্ঠী। সিরিয়া অথবা রাশিয়ার যুদ্ধবিমান হামলাটি চালিয়েছে বলে জানিয়েছেন তারা। নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে সিরিয়ান সিভিল ডিফেন্স রেসক্যু ওয়ার্কার্স নেটওয়ার্ক জানিয়েছে, হাস নামে গ্রামটির একটি আবাসিক এলাকা ও একটি স্কুলে বোমাগুলো ফেলা হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, যুদ্ধবিমানগুলো হাসের বেশ কয়েকটি অংশে এবং একটি প্রাথমিক স্কুল ও একটি মাধ্যমিক স্কুলে আঘাত হেনেছে। এতে অন্তত একজন শিক্ষকসহ অন্তত ১৫ জন শিশু শিক্ষার্থী নিহত হয়েছেন। সিরিয়ার বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকায় কর্মরত সিভিল ডিফেন্স নেটওয়ার্ক জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে ২০ শিশু রয়েছে।

সামরিক একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, হাসে জঙ্গিদের অবস্থানে হামলা চালিয়ে বহু জঙ্গিকে হত্যা করা হয়েছে। তবে এতে কোনো স্কুলে হামলা চালানোর কথা উল্লেখ করা হয়নি। জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভিতালি চুরকিন বলেছেন, ‘এটি ভয়ঙ্কর, আশা করছি আমরা এতে যুক্ত নই। আমার পক্ষে সবচেয়ে সহজে যা বলা সম্ভব তাই বললাম আমি। বিবিসি

সর্বশেষ খবর