শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

এ বছর ভূমধ্যসাগরে ৩৮০০ অভিবাসীর প্রাণহানি

এ বছর ভূমধ্যসাগরে ৩৮০০ অভিবাসীর প্রাণহানি

চলতি বছর এ পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে রেকর্ডসংখ্যক অভিবাসীর মৃত্যু হয়েছে। প্রাণহানির এ সংখ্যা অন্তত ৩ হাজার ৮০০ বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)। ২০১৫ সালে এই সংখ্যা ছিল ৩ হাজার ৭৭১ জন। এ বছর প্রাণহানির এ সংখ্যা ২৬ অক্টোবর পর্যন্ত। সে হিসাবে বছরের বাকি সময়ে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদের গন্তব্য ছিল ইউরোপে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা জানিয়েছে, পাচারকারীরা এখন ছোট নৌকায় করে পাচারের চেষ্টা করছে। গত বুধবার লিবিয়ার উপকূলে একটি নৌকায় ২৫ জনের মৃতদেহ পাওয়া যায়। এ সময় ১০০ অভিবাসীকে উদ্ধার করা হয়। ২৬ অক্টোবর বুধবার টুইটারে দেওয়া এক পোস্টে ইউএনএইচসিআর জানায়, ভূমধ্যসাগরের সবচেয়ে বিপজ্জনক রুট হচ্ছে লিবিয়া ও ইতালি। এই পথ দিয়ে ইউরোপের উদ্দেশে পাড়ি দেওয়া প্রতি ৪৭ জনের মধ্যে একজনের মৃত্যু হয়। যেখানে তুরস্ক থেকে গ্রিস রুটে মৃত্যুর অনুপাত প্রতি ৮৮ জনের মধ্যে একজন। বিবিসি

সর্বশেষ খবর