শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

‘আফগান গার্ল’-এর পক্ষে দাঁড়ালেন ফটোগ্রাফার

‘আফগান গার্ল’-এর পক্ষে দাঁড়ালেন ফটোগ্রাফার

ন্যাশনাল জিওগ্রাফি ম্যাগাজিনের প্রচ্ছদে ছাপানো আফগান গার্ল নামে পরিচিত শরবত বিবির পক্ষে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিশ্বখ্যাত ছবিটির ফটোগ্রাফার স্টিভ ম্যাককারি। গত পরশু পাকিস্তান পুলিশ তাকে পাসপোর্টে তথ্য গোপনের অভিযোগে গ্রেফতার করে। এরপরই ম্যাককারি তার পক্ষে দাঁড়ানোর ঘোষণা দিয়ে বলেন, শরবত বিবির মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। তিনি লেখেন, ‘আমরা আমাদের বন্ধু ও সহকর্মীদের জন্য যতদূর সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে থাকি। আমি তার ও তার পরিবারের সুরক্ষা ও আইনি সহায়তার জন্য যা কিছু সম্ভব করব। তার দাবি, ‘শরবত বিবি আজীবন কষ্ট করেছেন’। উল্লেখ্য, ন্যাশনাল জিওগ্রাফিক সাময়িকীতে প্রচ্ছদ হয়ে তিনি পরিণত হয়েছিলেন আফগান যুদ্ধের এক প্রতিকে। ধূসর সবুজ চোখের এখনকার এই নারী আফগান যুদ্ধের সময় ছিলেন বালিকা। ন্যাশনাল জিওগ্রাফিকের এক প্রচ্ছদে স্থান পেয়ে তিনি হয়ে উঠেছিলেন আফগান যুদ্ধের ‘মোনালিসা’। বিবিসি

সর্বশেষ খবর