শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

কাশ্মীর নিয়ে মাথা ঘামাবে না ব্রিটেন

‘কাশ্মীর নিয়ে মাথা ঘামাবে না ব্রিটেন। ভারত ও পাকিস্তানকেই সমস্যার সমাধান করতে হবে।’ ভারত সফরের আগে কাশ্মীর নিয়ে নিজের অবস্থান স্পষ্ট জানালেন ব্রিটেনের প্রধানমন্ত্রী তেরেসা মে। তিনি জানিয়েছেন, ‘কাশ্মীর ভারত এবং পাকিস্তানের সমস্যা। তাদেরই সমাধান খুঁজতে হবে।’

ভারত সফরে কাশ্মীর নিয়ে আলোচনা করবেন কিনা, ‘হাউস অফ কমন্স’-এর অধিবেশন চলাকালীন জানতে চেয়েছিলেন পাকিস্তান বংশোদ্ভূত লেবার পার্টির সাংসদ ইয়াসমিন কুরেশি। জিজ্ঞেস করেন, ‘ভারত সফরের সময় কাশ্মীর নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় বসবেন কী প্রধানমন্ত্রী? কাশ্মীরিদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা সারবেন তো?’ জবাবে নিজের অবস্থান সাফ জানিয়ে দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি জানান, ‘বিদেশ সচিব বরিস জনসন তো রয়েছেনই। কুরেশির সঙ্গে কথা বলে নেবেন তিনি।’ ক্ষমতায় আসার পর এই প্রথম ইউরোপের বাইরে সফরে বেরোচ্ছেন তেরেসা মে। আগামী ৬ নভেম্বর ভারত সফরের কথা তার। সঙ্গে থাকছেন ব্রিটেনের আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্তমন্ত্রী লিয়াম ফক্স। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পর ভারতের সঙ্গে শুল্কহীন বাণিজ্যিক লেনদেন নিশ্চিত করতে মোদির সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া ভারত-ব্রিটেন প্রযুক্তি সম্মেলনের উদ্বোধনও করবেন। অনলাইন।

সর্বশেষ খবর