শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

দিল্লিতে পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা প্রত্যাহার

গোয়েন্দাবৃত্তির অভিযোগে দিল্লির পাকিস্তান হাইকমিশনের এক শীর্ষ কর্মকর্তাকে আটক করে দেশটির পুলিশ। পরে তাকে ছেড়ে দিয়ে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। মেহমুদ আখতার (৩৫) নামে ওই কর্মকর্তার বিরুদ্ধে ভারতের সেনাবাহিনী সম্পর্কিত নথি পাচারের অভিযোগ ছিল। আটকের সময় ওই কর্মকর্তার কাছ থেকে বেশকিছু নথি উদ্ধার করা হয়েছে বলেও জানা গেছে। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় এক সপ্তাহ ধরে তার ওপর নজরদারি চালাচ্ছিলেন ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) গোয়েন্দারা। এরপর গতকাল সকালের দিকে তাকে আটক করে দিল্লি পুলিশের বিশেষ দল। তাকে দিল্লির কূটনৈতিক পাড়া চাণক্যপুরী থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। যদিও একটি সূত্র জানাচ্ছে, কূটনৈতিক রক্ষাকবচের কারণে পরে পাক হাইকমিশনের ওই কর্মকর্তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর