শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

মসুলে ২৩২ জনকে হত্যা জিম্মি ৮০০০ পরিবার

ইরাকের মসুলে চলছে আইএস-বিরোধী ব্যাপক অভিযান। আর অভিযানকে ব্যর্থ করতে গণহত্যা শুরু করেছে আইএস জঙ্গিরা। এরই মধ্যে গত দুদিনে তারা ২৩২ জন নিরীহ মানুষকে হত্যা করেছে। এ ছাড়া সেখানে আট হাজার পরিবারকে জিম্মি করে রেখেছে তারা। জাতিসংঘের এক মুখপাত্র জানান, আইএস আট হাজার পরিবারকে জিম্মি করে রেখেছে। তাদের মানবঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছেও বলে জানান তিনি। চলতি সপ্তাহের প্রথম দিকেই জাতিসংঘের মানবাধিকার কমিশনের মুখপাত্র রুপার্ট কলভিল এ বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। গত সপ্তাহে মসুল পুনরুদ্ধারে নেওয়ার জন্য অভিযান শুরু করে ইরাকের সেনাবাহিনী। এরপর থেকেই বেসামরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করতে থাকে আইএস। স্কাই নিউজ।

সর্বশেষ খবর