শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সিরিয়া বিষয়ে ব্রিটিশরা সরকারের হস্তক্ষেপ চান

গৃহযুদ্ধ কবলিত সিরিয়ার আলেপ্পোতে নতুন ব্রিটিশ সরকার হস্তক্ষেপ করুক এটা চান সংখ্যাগরিষ্ঠ ব্রিটিশ নাগরিকরা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এর একটি জনমত জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে। দ্য ইন্ডিপেন্ডেন্টের হয়ে বিএসজি রিসার্চ নামক প্রতিষ্ঠান এ জরিপ পরিচালনা করে। জরিপে দেড় হাজার মানুষের কাছে সিরিয়া নিয়ে ব্রিটিশ সরকারের নীতি কী হবে সে সম্পর্কে জানতে চাওয়া হয়। এ জন্য তিনটি প্রশ্ন ছিল। মত প্রদানকারীদের কাছে জানতে চাওয়া হয়, সরকারের বর্তমান নীতি, জোটের সঙ্গে মিলিতভাবে বিমানহামলা ও স্থলযুদ্ধ পরিচালনা এবং যুক্তরাজ্য সরকারের জন্য কোনো নীতি সবচেয়ে আদর্শ হবে। জরিপে অংশগ্রহণকারীদের ১৬ শতাংশ চান আলেপ্পোর মানুষকে রক্ষার জন্য সিরিয়া ও রাশিয়া যাতে বিমান হামলা চালাতে না পারে সে জন্য নো-বোম্ব বা নো-ফ্লাই জোন ঘোষণা করা হোক। অনেকেই সামরিক পদক্ষেপের বদলে রাশিয়া ও সিরিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পক্ষে মত দিয়েছেন। খুব অল্পসংখ্যক অংশগ্রহণকারী সরাসরি সামরিক হস্তক্ষেপের পক্ষে অবস্থান নিয়েছেন। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ২৬ শতাংশ মনে করেন, সিরিয়া প্রশ্নে ব্রিটিশ সরকারের বর্তমান নীতি ঠিক আছে। এ নীতিতে কোনো পরিবর্তনের দরকার নেই। ২২ শতাংশ নতুন করে রাশিয়া ও সিরিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পক্ষে মত দিয়েছেন। আর ২৬ শতাংশ চান মার্কিন-ব্রিটিশ হস্তক্ষেপে আলেপ্পোকে নো-ফ্লাই জোন হিসেবে ঘোষণা করা হোক। ১০ শতাংশ সিরিয়া ও রাশিয়ার বিরুদ্ধে সরাসরি সামরিক হস্তক্ষেপের পক্ষে নিজেদের মতের কথা জানিয়েছেন।

সর্বশেষ খবর