রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

কাশ্মীরে ভারতীয় সেনা হত্যা নিয়ে উত্তেজনা

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় এক সেনাকে হত্যা করেছে সন্ত্রাসীরা। হত্যার পর তার শরীরও বিকৃত করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার মাছিল সেক্টরে নিয়ন্ত্রণরেখার কাছে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। গতকাল গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়। সূত্রে বলা হয়, সন্ত্রাসীরা ওই ভারতীয় সেনার শিরশ্ছেদ করেছে। ঘটনা ঘটিয়ে সন্ত্রাসীরা পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে পালিয়ে যায় বলে সেনাবাহিনীর অভিযোগ। শ্রীনগরে ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসীও নিহত হয়েছে। সেনা হত্যার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। বিএসএফ-এর পক্ষ থেকে ১৫ পাকিস্তানি সেনা সদস্য নিহতের দাবি করার পরই এ হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে। এক সপ্তাহ আগে সাত পাকিস্তানি সেনা নিহতের দাবি করেছিল বিএসএফ। তবে পাকিস্তানের পক্ষ থেকে এসব দাবি নাকচ করা হয়েছে। সম্প্রতি ভারতের উরি সেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় ১৯ সেনা সদস্য হত্যা এবং ২৯ সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনীর চালানো ‘সার্জিক্যাল স্টাইকস’-এর দাবির পর থেকে দেশ দুটি কার্যত যুদ্ধাবস্থায় রয়েছে। টাইমস অব ইন্ডিয়া।

সর্বশেষ খবর