সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সিরিয়া-মসুলে আইএসের সরবরাহ লাইন বন্ধে অভিযান শুরু

ইরাকের আধা-সামরিক বাহিনী মসুলে জঙ্গি সংগঠন আইএসের ঘাঁটি ও প্রতিবেশী সিরিয়ার সঙ্গে সংগঠনটির সরবরাহ লাইন বন্ধের লক্ষ্যে অভিযান শুরু করেছে। ইরান সমর্থিত শিয়া মিলিশিয়া নিয়ন্ত্রিত আধা-সামরিক বাহিনী হাশেদ আল শাবির সদস্যরা শনিবার থেকে মসুলের পশ্চিম প্রান্তে অবস্থিত তাল আফার শহরের দিক থেকে অগ্রসর হতে শুরু করেছে। মসুলের এই অংশে এখনো স্থল সেনা মোতায়েন করা হয়নি। হাশেদের মুখপাত্র আহমেদ আল আসাদি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘মসুল ও রাকার মধ্যকার সরবরাহ লাইন বিচ্ছিন্ন করে দিতে এবং মসুল এবং তাল আফার শহরে আইএসের বিরুদ্ধে অবরোধ জোরদার করতে অভিযানটি চালানো হচ্ছে।’ তাল আফার সিরিয়ায় আইএসের প্রধান ঘাঁটি। আসাদি বলেন, হাতরা ও তাল আবতা শহরের পাশাপাশি তাল আফার শহরটিও পুনরুদ্ধার করতে মসুলের দক্ষিণাঞ্চলীয় এলাকা সিন আল ধাবান থেকে অভিযানটি শুরু হয়। তাল আফার শহরে অভিযানের ফলে ভয়াবহ এই সংঘর্ষ প্রাচীন নগরী হাতরার কাছে ছড়িয়ে পড়তে পারে। হাতরা ইউনেস্কো ঘোষিত বিশ্বের অন্যতম ঐতিহ্যময় প্রাচীন নগরী। আইএস জঙ্গিরা নগরীটির বেশকিছু এলাকার প্রাচীন স্থাপত্য ধ্বংস করে দিয়েছে। মসুল অভিযানে শিয়া মিলিশিয়াদের অন্তর্ভুক্তি নিয়ে জোর বাদানুবাদ হয়েছে।

সর্বশেষ খবর