সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
সরকার-সেনা বৈঠকের তথ্য ফাঁস

পাকিস্তানি তথ্যমন্ত্রীর পদত্যাগ

পাকিস্তানের প্রভাবশালী দৈনিক দ্য ডনে একটি সংবাদ প্রকাশে দেশটির তথ্যমন্ত্রী পারভেজ রশিদকে অপসারণ করা হয়েছে। পাকিস্তানে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর দেশটির জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক বসে। সেই বৈঠকে সামরিক ও সরকারি শীর্ষ নেতৃত্বের তুমুল মতপার্থক্য, বাদানুবাদ হয়। সেই খবর ডন-এ প্রকাশ করায় এতদিন চাপের মুখে ছিলেন তিনি। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, ‘এ পর্যন্ত পাওয়া নথিতে দেখা গেছে, তথ্যমন্ত্রীর দিক থেকে অনেক দুর্বলতা রয়েছে। স্বাধীন ও বিস্তারিত তদন্তের স্বার্থে তাকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’ গত ৬ অক্টোবর ডনের প্রতিবেদনে সরকার ও সেনাবাহিনীর বিরোধের খবরটি ফাঁস হয়। প্রতিবেদনে বলা হয়, জঙ্গিবাদের কারণে আন্তর্জাতিক অঙ্গনে বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা করছে পাকিস্তান। আর দেশের জঙ্গি প্রশ্রয় দেওয়ারও অভিযোগ ওঠে দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের বিরুদ্ধে। ডনে সংবাদটি প্রকাশের পর সরকারের রোষাললে পড়তে হয় সাংবাদিক সিরিল আলমেইদাকে। দেশ ছাড়ার বিরুদ্ধেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সরকার-সেনা বৈঠকের এত গুরুত্বপূর্ণ খবর কে ফাঁস করল তা নিয়েও উত্তেজনা শুরু হয়। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ঘনিষ্ঠ বলে পরিচিত পারভেজকেই বৈঠকের খবর ফাঁস হওয়ার জন্য প্রাথমিকভাবে দায়ী করা হচ্ছে। আর সে কারণে তার ওপর পদত্যাগের চাপ শুরু হয়।

সর্বশেষ খবর