বুধবার, ২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

নতুন যুদ্ধ বিমানের জানান দিল চীন

প্রথমবারের মতো নিজেদের স্টেলথ্ যুদ্ধবিমান চেংদু জে-টুয়েন্টি জনসম্মুখে প্রদর্শন করেছে চীন। এর মধ্য দিয়ে নতুন সামরিক শক্তির জানান দিল দেশটি। দীর্ঘ প্রতীক্ষার পর গতকাল গুয়াংডং প্রদেশের ঝুহাইয়ে এই উড্ডয়ন প্রদর্শন করে চীন। এ দিন ঝুহাইয়ে বিমান নির্মাতা ও ক্রেতাদের মধ্যে বৈঠক হয়। এ উপলক্ষে জে-২০ যুদ্ধবিমান উড্ডয়ন করা হয়, যা মাত্র ৬০ সেকেন্ড আকাশে ছিল। দ্রুত গতির জে-২০ যুদ্ধবিমান রাডার ফাঁকি দিয়ে উড়তে সক্ষম। চীনের পঞ্চম প্রজন্মের এ যুদ্ধবিমান নির্মাণ করেছে চেংডু অ্যারোস্পেস করপোরেশন, যা অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশন অব চায়নার একটি অঙ্গ প্রতিষ্ঠান। ২০১১ সালে প্রথমবার এর পরীক্ষামূলক উড্ডয়ন করা হয়, যা শুধু সামরিক বাহিনী জানত। ২০১৮ সাল নাগাদ চীনের বিমান বাহিনীতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হবে জে-২০ যুদ্ধবিমান। বিবিসি

সর্বশেষ খবর