বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

কাশ্মীরে ২৫ স্কুল পুড়ে ছাই, ১০ লাখ শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ

পড়াশোনার জন্য বেশ খ্যাতি আছে কাশ্মীরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর। কিন্তু ভূস্বর্গ খ্যাত কাশ্মীর এখন এক অস্থির জনপথ। সীমান্ত বা নিয়ন্ত্রণরেখায় সেনাবাহিনীর গুলি, জঙ্গি অনুপ্রবেশ, টানা বিক্ষোভ, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ এখন নিত্যনৈমিতিক ব্যাপার। কিন্তু এ সবের পাশাপাশি এখন এক নতুন সমস্যার মুখোমুখি ভূস্বর্গ। সেখানে পুড়ছে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান। শনি ও রবিবার দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় দুটি শিক্ষাপ্রতিষ্ঠান আগুনে পুড়ে দেওয়া হয়েছে। শনিবার রাতে আগুন লাগানো হয় অনন্তনাগ  জেলার জওহর নবোদয় বিদ্যালয়ে। রবিবার সকালে জ্বলল অনন্তনাগের কাবা মার্গে গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুল। আগুন নেভাতে দমকল বাহিনী চেষ্টা করেও বাঁচাতে পারেনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে। বইপত্র, খাতাকলম, নথিপত্র সব কিছু পুড়ে গেছে। শুধু এ দুটি প্রতিসমানেই নয় গত চার মাসে দক্ষিণ কাশ্মীরে  অন্তত ২৫টি স্কুলে আগুন দেওয়া হয়েছে। গত জুলাইয়ের শুরুতে হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই ১১২ দিন ধরে বন্ধ উপত্যকার সব স্কুল-কলেজ। ফলে বন্ধ রয়েছে কমপক্ষে ১০ লাখ শিক্ষার্থীর পড়াশোনা। এএফপি।

সর্বশেষ খবর