বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

নেপাল সফরে প্রণব মুখার্জি

নেপাল সফরে প্রণব মুখার্জি

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি গতকাল তিন দিনের রাষ্ট্রীয় সফরে নেপালের রাজধানী কাঠমান্ডুতে পৌঁছেছেন। তাকে স্বাগত জানিয়েছেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডারি। প্রণব মুখার্জিকে নেপালের সেনাবাহিনীর পক্ষ থেকেও বিশেষ সামরিক অভিবাদন জানানো হয়েছে। এরপর প্রেসিডেন্ট হাউস শীতল নিবাসে দুই রাষ্ট্রপ্রধানের সৌজন্য বৈঠক হয়েছে। গত ১৮ বছরের মধ্যে এই প্রথম কোনো ভারতীয় রাষ্ট্রপতি নেপাল সফরে গেলেন। স্বাভাবিকভাবেই প্রণব মুখার্জির সফর ঘিরে কাঠমান্ডু-নয়াদিল্লি কূটনৈতিক সম্পর্ক আরও শক্ত হবে বলেই মনে করা হচ্ছে। এ ছাড়া প্রণব মুখার্জিকে ডি লিট দেবে কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়। ভারতের রাষ্ট্রপতির নেপাল সফর কূটনৈতিক ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সম্প্রতি ব্রিকস ও বিমস্টেক সম্মেলনে পাকিস্তানকে একঘরে করার কৌশল নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গোয়ায় অনুষ্ঠিত সেই সম্মেলনে চীনের অবস্থান নিয়ে চিন্তিত ভারত। তারা দৃঢ়ভাবেই পাকিস্তানের পাশে থাকার বার্তা দিয়েছে। উপরন্তু চীন-নেপাল কূটনৈতিক সম্পর্কের গতি নিয়েও চিন্তিত ভারত। দ্রুত কাঠমান্ডু সফরের আশ্বাস দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুই পরমাণু শক্তিধর দেশের মাঝে নেপালের অবস্থান তাই খুবই গুরুত্ব রাখে। বেইজিং-কাঠমান্ডু কূটনৈতিক অবস্থান জমে ওঠার আগেই, প্রণব মুখার্জির সফর নয়াদিল্লিকে কিছুটা এগিয়ে রাখবে। ভারতের রাষ্ট্রপতির সফর ঘিরে কাঠমান্ডুতে জারি হয়েছে কড়া নিরাপত্তা। দ্য হিন্দু।

সর্বশেষ খবর