শিরোনাম
বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
ইসলামাবাদ অচল

কর্মসূচি থেকে পিছু হটলেন ইমরান

ইসলামাবাদ অচল করতে গতকাল ডাকা সমাবেশ বাতিল করেছেন পাকিস্তানের বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। গণগ্রেফতার ও সংঘাত এড়াতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে দলটির শীর্ষ পর্যায় থেকে জানানো হয়েছে। তার এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন দলের সাধারণ কর্মীরা। পানামা পেপারসে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সরকার এবং তার স্বজন ও ঘনিষ্ঠজনদের গোপন আর্থিক লেনদেনের বিষয়টি প্রকাশ হওয়ার পর থেকে আন্দোলনে নেমেছে ইমরানের পিটিআই। দলটির দাবি, দুর্নীতির দায় মাথায় নিয়ে পদত্যাগ করতে হবে নওয়াজ সরকারকে। দফায় দফায় নানা কর্মসূচি পালনের ধারাবাহিকতায় ইসলামাবাদ অচলের ডাক দেন ইমরান খান। ভারতের সঙ্গে সীমান্তে উত্তেজনার জেরে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে টালমাটাল পরিস্থিতি পার করা নওয়াজ সরকার এ কর্মসূচির ডাকে আরও নাজুক অবস্থায় পড়ে। তবে, এ অবস্থা কাটিয়ে উঠতে আইনশৃঙ্খলা বাহিনীকে বিক্ষোভ ঠেকাতে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর মধ্যেই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নওয়াজের বিরুদ্ধে তদন্ত শুরুর আদেশ দেওয়া হয়।  এএফপি।

সর্বশেষ খবর