বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

অন্য খবর

অন্য খবর

নেপালি সবজিওয়ালি

গেল সপ্তাহে পাকিস্তানের এক সুদর্শন চা-ওয়ালাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছিল। নীল চোখের অধিকারী ওই যুবকের নাম আরশাদ খান। আরশাদ খানের ‘চা বিক্রেতা’র জীবন এখন অতীত। এখন তিনি একজন পুরোদস্তুর মডেল। সোশ্যাল মিডিয়ার  দৌলতে বর্তমানে আমূল পরিবর্তন হয়েছে তার জীবনে। আরশাদ খান ছাড়াও সিঙ্গাপুর বিমানবন্দরের এক নিরাপত্তারক্ষীর ছবিও সাম্প্রতিককালে ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। হাজার হাজার তরুণী সোশ্যাল মিডিয়ায় প্রেম নিবেদন করেন লি মিনউই নামের ২২ বছরের এই যুবককে। এবার আর যুবক নয়। এবার এক ‘নেপালি সব্জিওয়ালি’ এখন ভাইরাল  সোশ্যাল মিডিয়ায়। মেয়েটির মুখের  সৌন্দর্য এবং হাসি মন কেড়েছে অসংখ্য তরুণের। যদিও মেয়েটির এখনো নাম জানা যায়নি। তবে সম্ভবত জীবনে গতি পাল্টাচ্ছে মেয়েটির।

কিমের স্ত্রী উধাও!

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের স্ত্রী রি সোল-জুকে সাত মাস ধরে জনসমক্ষে দেখা যাচ্ছে না। সর্বশেষ গত ২৮ মার্চ স্বামীর সঙ্গে পিয়ং ইয়ংয়ের একটি অনুষ্ঠানে তাকে দেখা গিয়েছিল বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার ওনহাপ নিউজ। এদিকে দীর্ঘদিন জনসমক্ষে না আসায় বিষয়টিতে দেশটির জনগণের মধ্যে নানা জল্পনা তৈরি হয়েছে। কেউ কেউ বলছেন, কিম তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। কেউ বলছেন, রি অন্তঃসত্ত্বা। আবার অনেকের মতে, সরকারের বিরুদ্ধে অব্যাহত হুমকির কারণে তাকে পিয়ং ইয়ংয়ে কঠোর নজরদারিতে রাখা হয়েছে। ২০০৯ সালে কিম তাকে বিয়ে করেন। এরই মধ্যে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। তবে মার্চ থেকে তাকে আর দেখা যাচ্ছে না। উত্তর কোরিয়া সম্পর্কে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন রি তার স্বামী ও তার বোন ইয়ো জংয়ের রোষানলে পড়ে থাকতে পারেন। কিম গত কয়েক বছরে তার এক ফুফাসহ বহু লোককে প্রকাশ্যে হত্যা করেছেন। এদের কাউকে ফায়ারিং স্কোয়াডে আবার কাউকে বিমানবিধ্বংসী বন্দুক দিয়ে হত্যা করা হয়েছে। এদিকে, ওনহাপ নিউজ অনুসন্ধান করে জানিয়েছে, ২০১২ সালে রিকে বিভিন্ন অনুষ্ঠানে ১৮ বার, ২০১৩ সালে ২২ বার, ২০১৪ সালে ১৫ বার, ২০১৫ সালে ৭ বার এবং চলতি বছর কেবল ৩ বার জনসমক্ষে দেখা যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর