শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
প্রেসিডেন্ট ওবামার আশঙ্কা

হিলারিকে ভোট না দিলে ঝুঁকিতে পড়বে বিশ্ব

প্রতিদিন ডেস্ক

হিলারিকে ভোট না দিলে ঝুঁকিতে পড়বে বিশ্ব

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনকে ভোট দেয়ার জন্য সব জাতিগোষ্ঠীর ডেমোক্রেটদের প্রতি আহ্বান জানিয়েছেন। নর্থ ক্যারোলাইনায় এক সমাবেশে জনগণকে উদ্দেশ করে বলেন, ‘যুক্তরাষ্ট্র ও পৃথিবীর ভাগ্য ঝুঁকির মধ্যে রয়েছে। কারণ হিলারির প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প আমাদের কষ্টার্জিত নাগরিক অধিকারের প্রতি হুমকিস্বরূপ। তাই আপনার কাঁধেই এখন রাষ্ট্রের ভাগ্য।’ খবর : বিবিসির

ওবামা বলেন, ‘পৃথিবীর ভাগ্য টল-টলায়মান। আমাদের সঠিক পথে নিয়ে যাওয়ার বিষয়টিকে নর্থ ক্যারোলাইনাকেই ঠিক করতে হবে।’ সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি এই নির্বাচনে নেই। কিন্তু আমি আপনাদের বলছি ভোট প্রদানের ক্ষেত্রে সৎ থাকুন। ভোট  দেওয়ার ক্ষেত্রে সুবিচার করুন। আপনাদের এই ভোটের ওপরেই আমাদের অগ্রগতি ও গণতন্ত্রের ভাগ্য নির্ভর করছে।’ এদিকে ট্রাম্প বলেছেন, ‘ওবামার উচিত হিলারির পক্ষে প্রচারণা বন্ধ করা এবং রাষ্ট্র পরিচালনার দিকে নজর  দেয়া।’ ফ্লোরিডায় এক সমাবেশে দেয়া ভাষণে ট্রাম্প বলেন, ‘কেউই ওবামার আরও চার বছরের শাসন দেখতে চায় না। তাই হিলারি সাম্প্রতিক দিনগুলোতে বিচলিত হয়ে পড়েছেন।’

জরিপে হাড্ডাহাড্ডি লড়াই : মঙ্গলবার এবিসি নিউজ ও দ্য ওয়াশিংটন পোস্টের জরিপে বলা হয়েছে, জনমত জরিপে ট্রাম্পের পক্ষে ৪৬ শতাংশ ও হিলারির পক্ষে ৪৫ শতাংশ ভোটার। তবে এই জরিপসহ পাঁচটি সামপ্রতিক জরিপ বিশ্লেষণ করে সিএনএন জানিয়েছে, ট্রাম্পের চেয়ে হিলারি এগিয়ে। হিলারির পক্ষে ৪৬ শতাংশ ও ট্রাম্পের পক্ষে ৪২ শতাংশ জনসমর্থন রয়েছে। এই পরিস্থিতিতে সত্যিই বলা কঠিন- এই নির্বাচনে কে শেষ হাসি হাসবেন। এই নির্বাচনের দুই প্রধান প্রার্থীই প্রেসিডেন্ট হওয়ার বিষয়ে আশাবাদী। ফ্লোরিডায় দেওয়া বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমাদের উত্থান সারা বিশ্বকে এর মধ্যেই অবাক করে দিয়েছে। ৮ নভেম্বর আবারও সারা বিশ্বকে অবাক করে দিয়ে আমরা নিশ্চিত বিজয়ী হব।’ গত মঙ্গলবার নির্বাচনী বিশ্লেষক, রাজনীতিবিদসহ সব ভাষ্যকারের জন্য বিস্ময় অপেক্ষা করেছে বলে তিনি বক্তৃতায় বলেন। এদিকে জয়ের ব্যাপারে আশাবাদী হিলারিও। হিলারি তার ভাষণে বলেছেন, ‘আমি কী আর বলব! ট্রাম্প এরই মধ্যে প্রমাণ করেছেন তিনি প্রেসিডেন্ট হওয়ার জন্য মেজাজমর্জির দিক দিয়ে অনুপযোগী ও অযোগ্য।’ প্রার্থীরা ও সমর্থকেরা শেষ মুহূর্তে এ লড়াইয়ে তুমুলভাবে ঘাম ঝরাচ্ছেন।

বিশ্ববাজারে ট্রাম্পভীতি : নির্বাচনের কয়েকদিন বাকি থাকতে টানা দুদিন বৈশ্বিক পুঁজিবাজারে শেয়ার ও ডলারের দরপতন হয়েছে। মূল দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি নির্বাচনী লড়াইয়ের ইঙ্গিত পেয়ে ঝুঁকি এড়াতে নিরাপদ বিনিয়োগের দিকে ছুটছেন বিনিয়োগকারীরা। নির্বাচনের পরিণতি কোন দিকে গড়াবে সেই অনিশ্চয়তায় যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের দর একসপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে ঠেকেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের রেকর্ড পরিমাণ মজুদ হওয়ায় তেলেরও ব্যাপক দরপতন হয়েছে। ট্রাম্প প্রশাসনের চেয়ে হিলারি প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার ভাল চলবে বলে গত মাসে রয়টার্সের পুঁজিবাজার জরিপে পূর্বাভাস দিয়েছিলেন সংখ্যাগরিষ্ঠ বিশ্লেষকরা।

সর্বশেষ খবর