শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

আটকে গেল ব্রেক্সিট প্রক্রিয়া

ব্রিটিশ আদালতের রায়

ব্রেক্সিট কার্যক্রম নিয়ে নতুন সমস্যায় পড়েছে যুক্তরাজ্য। দেশটির হাইকোর্ট একটি রায়ে বলেছে, নিজস্ব ক্ষমতাবলে বা নির্বাহী ক্ষমতাবলে ব্রেক্সিট কর্মকাণ্ড শুরু করতে পারবেন না প্রধানমন্ত্রী তেরেসা মে। ব্রেক্সিট নিয়ে একটি রিটের পরিপ্রেক্ষিতে এ রায় দিলো হাইকোর্ট। কোর্ট আরও বলেছে, প্রধানমন্ত্রী চাইলেই অনুচ্ছেদ ৫০ সক্রিয় করতে পারবেন না। এটি কার্যকর করতে হলে তাকে অবশ্যই হাউস অব কমন্সের অনুমোদন নিতে হবে। হাউস অব কমন্সে এ বিষয়ের ওপর ভোট দেবেন এমপিরা। সেখানে অনুমোদন পেলেই তিনি লিসবন চুক্তির অনুচ্ছেদ ৫০ সক্রিয় করতে পারবেন। আর এর মধ্য দিয়েই ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার প্রক্রিয়া শুরু হবে। এ রায়কে ঐতিহাসিক বলে বর্ণনা করেছে ব্রিটিশ মিডিয়াগুলো। সরকারের বিরুদ্ধে এমন রায় দিয়েছেন লর্ড প্রধান বিচারপতি টমাস। তবে এ রায়ের বিরুদ্ধে আপিল করেছে দেশটির সরকার। ডিসেম্বরের শুরুর দিকে এই আপিলের রায় দেবে সুপ্রিমকোর্ট। তেরেসা মে সরকারের কী নিজস্ব ক্ষমতাবলে ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করার অধিকার আছে কিনা এ বিষয়ে আদালতে মামলা করেন দুই ব্যবসায়ী নারী গিনা মিলার ও ডোস সান্তোস। বিবিসি

সর্বশেষ খবর