শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

সিরীয় বিদ্রোহীদের আলটিমেটাম রাশিয়ার

সিরিয়ার আসাদবিরোধী বিদ্রোহীদের আজ সন্ধ্যার মধ্যে আলেপ্পো ছাড়ার আলটিমেটাম দিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, বিদ্রোহীদের শুক্রবার (আজ) পর্যন্ত দুটি বিশেষ করিডোর দিয়ে তাদের অস্ত্র নিয়ে চলে যাওয়ার সুযোগ দেওয়া হবে। এ ছাড়া অপর ছয়টি পথ বেসামরিক নাগরিকদের জন্য খুলে দেওয়া হবে। তবে রাশিয়ার এমন প্রস্তাব বিদ্রোহীরা প্রত্যাখ্যান করেছে। মানবিক দিক বিবেচনা করে দেওয়া এর আগের অস্ত্রবিরতি প্রচেষ্টা একেবারে ব্যর্থ হওয়ায় সরকার ও বিদ্রোহীরা পরস্পরকে দায়ী করছে। এক বিবৃতিতে সিরিয়ার সামরিক বাহিনী বলেছে, তারা যুদ্ধ বন্ধে সব বন্দুকধারীর প্রতি আহ্বান জানাচ্ছে। এখন বিদ্রোহীরা সরকার ঘোষিত মানবিক সুযোগ গ্রহণ করুক। এএফপি।

সর্বশেষ খবর