শিরোনাম
শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
অ ন্য খ ব র

জনসংখ্যা এক কোটি যানবাহন অর্ধ কোটি

ভারতের শহর হায়দরাবাদ। সেখানে ভয়ঙ্কর যানজট নিত্যনৈমিত্তিক ঘটনা। এই শহরের লোকসংখ্যা এক কোটি। আর যানবাহন প্রায় অর্ধকোটি। অর্থাৎ প্রতি দুইজন মানুষের জন্য একটি যানবাহন। কিন্তু শহরটিতে নেই পর্যাপ্ত রাস্তা। আর এটিই যানজটের মুখ্য কারণ। এতে ভোগান্তি যেমন বেড়েছে; তেমনি যানজট নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন। এর মাঝেই আগামী দুই মাসের মধ্যে হায়দরাবাদে আরও দুই লাখ নতুন যানবাহন রাস্তায় নামছে। চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত এক পরিসংখ্যানে বলা হয়েছে, হায়দরাবাদে দ্বিচক্র যান রয়েছে ৩ লাখ ৫৬ হাজার ৩৬১টি; যেখানে চার চাকার যানবাহন রয়েছে ৮ লাখ ৩৩ হাজার ৫৭৭টি। এ ছাড়া লরি, ট্রাক ও অন্যান্য বাহন রয়েছে ৬১ হাজার ৩১৯টি। স্কুলবাস ১০ হাজার ৭৮৬টি, প্রাইভেট বাস ৪ হাজার ৯৯টি, ৩ হাজার ৮৫০টি আরটিসি বাস। পরিসংখ্যানে আরও বলা হয়েছে, আরটিসির বাসগুলো প্রদেশের এক হাজার ৫২টি রুটে ৪২ হাজার বার যাতায়াত করে। এতে অন্তত ৩৪ লাখ যাত্রী পরিবহন করা হয়। হায়দরাবাদে ১২১টি মেট্রো ট্রেন রয়েছে; এর মাধ্যমে যাতায়াত করছে ১৫ লাখ যাত্রী।

সর্বশেষ খবর