সোমবার, ৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

‘শিগগির আইএস মুক্ত হবে মসুল’

বাঁচতে চাইলে অস্ত্র ত্যাগ করার জন্য মসুলে লড়াইরত তথাকথিত আইএস জঙ্গিদের সতর্ক করেছেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। মসুলের পূর্ব দিকের রণক্ষেত্র পরিদর্শনের পর শনিবার এক সংবাদ সম্মেলনে আবাদি এ হুঁশিয়ারি দেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এ সময় তিনি বলেন, সরকার নেতৃত্বাধীন বাহিনী পিছু হটবে না, ভেঙেও পড়বে না। তিনি আরও বলেন, মসুলের বাসিন্দাদের জন্য তার বার্তা হচ্ছে, আমরা শিগগিরই আপনাদের মুক্ত করছি। দুই বছরেরও  বেশি সময় ধরে শহরটি আইএসের দখলে আছে। শহরটি পুনরুদ্ধারে গত মাস থেকে ব্যাপক অভিযান শুরু করে ইরাকি বাহিনীগুলো। অভিযানের এ পর্যায়ে মসুলের পূর্বদিকের শহরতলির একটি অংশে প্রবেশ করে সেখানে অবস্থান নিয়েছে ইরাকি সরকারি বাহিনী। এ অবস্থায় শহরটিতে অবস্থানরত জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন আবাদি। তিনি বলেন, আইএসের প্রতি আমার বার্তা হচ্ছে, তারা যদি প্রাণ রক্ষা করতে চায়, তাদের এখনই অস্ত্র নামিয়ে রাখতে হবে। বিবিসি।

সর্বশেষ খবর