সোমবার, ৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
অন্য খবর

কন্যায় গাড়ি উপহার...

ভারতীয় উপমহাদেশে পুত্রসন্তান না হওয়ায় মাকে হত্যা, কখনো আবার কন্যাসন্তানকেও হত্যা করা হয়। মেয়ে জন্ম দেওয়ার ‘অপরাধে’ মায়েদের ওপর অত্যাচারের ঘটনা প্রায়ই ঘটে। কারণ এখনো কন্যাসন্তান জন্ম নেওয়াকে অভিশাপ হিসেবে দেখা হয়। এই বাস্তবতায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতের উত্তরপ্রদেশের স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী প্রেমা দেবী। অবসরের পর থেকে প্রেমা দেবী হামিরপুরে তার ছেলে ও পুত্রবধূর সঙ্গে থাকেন। কিছুদিন আগে তার পুত্রবধূ কন্যা সন্তানের জন্ম দেন। কন্যাসন্তান জন্ম দেওয়ায় পুত্রবধূকে ‘হোন্ডা সিটি’ গাড়ি উপহার দিয়ে নজির গড়েছেন ভারতের উত্তরপ্রদেশের হামিরপুরের বাসিন্দা প্রেমা দেবী। খুশবু জানান, প্রেমা দেবীর মতো শাশুড়ি পেয়ে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর