মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০১৬

নেভাদা ও ফ্লোরিডায় হিস্পানিকরাই হিলারির ভোটব্যাংক

নেভাদা ও ফ্লোরিডায় হিস্পানিকরাই হিলারির ভোটব্যাংক

যুক্তরাষ্ট্রের নেভাদা ও ফ্লোরিডা। এ রাজ্য দুটিতে যে প্রার্থী এগিয়ে থাকবেন তিনিই প্রেসিডেন্ট দৌড়ে অনেকটা এগিয়ে থাকবেন। এই সুযোগকে কাজে লাগাতে চান রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ জন্য প্রায়ই তাকে এসব রাজ্যে আসতে হয়েছে। কিন্তু এসব রাজ্যের সমস্যা হলো হিস্পানিক। এ দুই রাজ্যে তাদের সংখ্যা বেশি, যারা ট্রাম্পকে সহ্যই করতে পারেন না। ফলে আগাম ভোটের হিসাব যদি সঠিক হয়, ট্রাম্প এ দুই রাজ্যে যতই প্রচারণা চালান না কেন কোনো কাজ হবে না। আর হিস্পানিকরা চটার প্রধান কারণ হলো, ট্রাম্প তাদের ধর্ষক ও মাদক ব্যবসায়ী বলে গালি দিয়েছিলেন। একাধিক সংবাদমাধ্যম নিশ্চিত করেছে, নেভাদায় হিস্পানিকদের আগাম ভোটের পরিমাণ আগের যে কোনো সময়ের রেকর্ড ছাড়িয়ে গেছে। ‘পলিটিকো’ জানিয়েছে, এই রাজ্যের সবচেয়ে জনবহুল ক্লার্ক কাউন্টিতে হিস্পানিকদের কারণে হিলারি কমপক্ষে ৭২ হাজার ভোটে এগিয়ে আছেন। ফ্লোরিডায়ও এগিয়ে হিলারি। রবিবারে সমাপ্ত আগাম ভোটে  সেখানে প্রায় ৬২ লাখ মানুষ ভোট দিয়েছেন, যার ১০ লাখ  ভোটার হলেন হিস্পানিক। ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের একজন নির্বাচনী পরিসংখ্যান বিশারদ জানিয়েছেন, তার হিসাব অনুযায়ী এই হিস্পানিক ভোটারদের এক-তৃতীয়াংশই এ বছর প্রথমবারের মতো ভোটে অংশ নিচ্ছেন। এদিকে রবিবার প্রকাশিত এনবিসি/ওয়াল স্ট্রিট জার্নালের গৃহীত সর্বশেষ জাতীয় জনমত জরিপে চার পয়েন্টে এগিয়ে রয়েছেন হিলারি।

সর্বশেষ খবর