মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

তেরেসা মে’র পছন্দে নেই ট্রাম্প

যুক্তরাষ্ট্রে নির্বাচন হবে কিন্তু যুক্তরাজ্য কিছু বলবে না তা তো হবে না। মার্কিন নির্বাচনের আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে বলেছেন, তিনি সব সময় চান যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে। তবে এবারের প্রার্থীদের মধ্যে সম্পর্ক ভালো করার ক্ষেত্রে হিলারিকেই বেচে নেবেন। এ নিয়ে স্কাই নিউজে সাংবাদিক জ্যাসন ফ্যারেল লিখেছেন, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হওয়ার জন্য ট্রাম্প যেভাবে প্রচারণা চালিয়েছেন তা পছন্দ নয় তেরেসা মে’র। বর্তমানে তিন দিনের ভারত সফরে রয়েছেন তিনি। এ সময় নয়াদিল্লিতে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ট্রাম্পের প্রতি ব্রিটিশ জনগণের প্রতিক্রিয়া কি এবং  তেরেসা মে’রই বা কি প্রতিক্রিয়া? এ প্রশ্নের জবাবে তিনি বলেন,  যেভাবে প্রচারণা চালানো হয়েছে তা আমি দেখি সাদাসিধেভাবে। আমি চেয়েছিলাম শান্ত মেজাজে  সেই প্রচারণা চালানো হোক। কিন্তু সেটা করতে ব্যর্থ হয়েছেন ট্রাম্প। তবে নির্বাচনে কে বিজয়ী হবেন সে সম্পর্কে  কোনোই পূর্বাভাষ দেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বরং বলেছেন, এ বিষয়টিতে সিদ্ধান্ত নেবে মার্কিন জনগণ।

সর্বশেষ খবর