মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

আইএসের হুমকি!

জঙ্গি সংগঠন আইএসের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযান শুরু হয়েছে ইরাকের মসুল ও সিরিয়ার রাকায়। এই অবস্থার মধ্যে থেকেও মার্কিন নির্বাচনে জঙ্গি হামলা চালানোর হুমকি দিয়েছে আইএস। ব্রিটেনের অনলাইন দ্য এক্সেপ্রেস এ কথা জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের দিনে ভোটারদের ওপর হামলা চালাতে সঙ্গীদের নির্দেশনা দেওয়া হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। এ ছাড়া মুসলিমদের ভোট না দিতে আহ্বান জানানো হয়েছে। এসব কথা বলা হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের এক অনুসন্ধানী প্রতিবেদনে। বলা হয়েছে, বেশ কতগুলো রাজ্যে এমন হামলা চালানোর পরিকল্পনা নিয়েছে আইএস। আল হায়াত নামে আইএসের একটি মিডিয়া গ্রুপের একটি  লেখায় এমন হুমকির কথা রয়েছে। ৭ পৃষ্ঠার ওই রচনায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে এ বছর যে ভয়াবহ প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে তা যুক্তরাষ্ট্র এর আগে কখনো দেখেনি। এ হুমকি পাওয়ার পর সন্ত্রাসবিরোধী ও হোমল্যান্ড সিকিউরিটির সদস্যদের নজরদারি বাড়ানো হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর