মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

মাটির নিচে আরেক ভয়ঙ্কর মসুল!

মাসখানেক আগে ইরাক সরকার ঘোষণা করেছিল তারা তাদের দ্বিতীয় বৃহত্তর নগরী মসুল আইএসের হাত থেকে উদ্ধার করবে। এ জন্য সব আয়োজন শেষ করে অভিযানও শুরু হয়। অভিযানের প্রায় ২০ দিন পর মসুলে ঢুকে পড়েছে ইরাকি যৌথবাহিনী। কিন্তু মসুলে ঢোকার পর সেনাবাহিনী টের পাচ্ছেন এ অভিযানকে যত সহজ ভেবেছেন তা নয়। সেনাবাহিনী বলছে, মাটির ওপরে যে মসুলকে দেখা যাচ্ছে, মাটির নিচেও যে তেমনই একটা মসুল তৈরি হয়েছে, তা আগে আঁচ করতে পারেনি ইরাকের কাউন্টার টেররিজম সার্ভিসেস (সিটিএস) বাহিনী। মসুলের মাটির নিচে তৈরি করা হয়েছে শত শত সুড়ঙ্গ। ফলে মসুলে ঢোকার পর থেকে প্রতি মুহূর্তে অতর্কিত হামলার মুখে পড়তে হচ্ছে সিটিএস-কে। মসুলে গত কয়েক দিনের যুদ্ধের অভিজ্ঞতা একটি মার্কিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন এক ইরাকি সৈনিক। তার কথায়, কোথাও কাউকে দেখা যাচ্ছে না, রাস্তাঘাট ফাঁকা, কিন্তু মাটির তলায় বানিয়ে রাখা সুড়ঙ্গ বেয়ে হঠাৎ শহরের যে কোনো প্রান্তে হাজির হচ্ছে জঙ্গিরা এবং ইরাকি বাহিনীর ওপর অতর্কিতে হামলা চালাচ্ছে। শুক্রবার এবং শনিবার মসুলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়েছে সিটিএস বাহিনীকে।  সিটিএস বাহিনীর ধারণা, শহরের প্রত্যেকটি অংশেই মাটির তলায় সুড়ঙ্গ রয়েছে বলে মনে করা হচ্ছে। কোথাও সুড়ঙ্গের মুখ উন্মুক্ত হয়েছে কোনো বাড়ির মধ্যে, কোনোটির প্রবেশ বা প্রস্থান পথ জনবসতির আড়ালে। ফলে কোথা দিয়ে আইএস বাহিনী মাটির ওপরে উঠে আসছে এবং অতর্কিতে হামলা চালিয়ে আবার কোন পথে গায়েব হয়ে যাচ্ছে, তা বুঝে ওঠা এখনো সিটিএস বাহিনীর পক্ষে সম্ভব হয়নি। ফলে অভিযানের গতি কমাতেই হচ্ছে ইরাকি বাহিনীকে।

সর্বশেষ খবর