বুধবার, ৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ইরাকে গণকবরে ১০০ শিরশ্ছেদ মরদেহ

ইরাকের মসুল থেকে জঙ্গিগোষ্ঠী আইএসকে হটানোর অভিযানের সময়ে শহরটির দক্ষিণের একটি স্কুলে গণকবরের সন্ধান পেয়েছে ইরাকি সেনাবাহিনী। এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, হাম্মাম আল আলিল শহরের একটি স্কুল থেকে এই গণকবরে ১০০টি শিরশ্ছেদ করা বেসামরিক নাগরিকের মৃতদেহ পেয়েছে তারা। সোমবার হাম্মাম আল আলিল শহর থেকে আইএসকে বিতাড়িত করতে সক্ষম হয়। আইএসকে তাড়ানোর পরে এই নৃশংসতা আবিষ্কার করে ইরাকি সেনাবাহিনী। সশস্ত্র বাহিনীর যৌথ কমান্ডের বিবৃতিতে বলা হয়, আইএসের জঙ্গিরা আমাদের জনগণের বিরুদ্ধে নৃশংসতা অব্যাহত রেখেছে। এই গণহত্যা তদন্তে বিশেষ দল পাঠানো হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। প্রসঙ্গত, শনিবার ইরাকের পুলিশ ও সেনাবাহিনী মসুলের দক্ষিণে অবস্থিত হাম্মাম আল আলিল শহরে আক্রমণ করে। তাইগ্রিস নদীর তীরে অবস্থিত মসুলের আগে এটিই সর্বশেষ শহর। এর আগে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা জানিয়ে ছিল, মসুলে আইএস মাইকে করে ঘোষণা দিচ্ছে ৯ বছর বা তার চেয়ে বেশি বয়সী শিশুদের তাদের কাছে হস্তান্তর করতে। এই শিশুদের যোদ্ধা কিংবা মানবঢাল হিসেবে ব্যবহার করতে পারে এই নৃশংস জঙ্গিগোষ্ঠী। সিএনএন।

সর্বশেষ খবর