বুধবার, ৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
অন্য খবর

বিমানে সাপ

বিমানে সাপ

মেক্সিকোর অ্যারিম্যাক্সিকো এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে প্রথম শ্রেণির যাত্রীদের সামনে ঝপাৎ করে একটি সাপ এসে পড়ে। মাথার ওপর লাগেজ রাখার খোপ থেকে বেরিয়ে আসে ওই সবুজ সাপ। গতকাল এএফপি ও রয়টার্সের খবরে জানানো হয়, উড়োজাহাজে থাকা টরিয়েন শহরের এক শিক্ষক এ দৃশ্যের ভিডিও টুইটারে  পোস্ট করেন। প্রাণী বিশেষজ্ঞ হুয়ান কার্লোস গোমেজ হুয়ারেজ বলেন, ভিডিও দেখে এটা স্পষ্ট যে সাপটি বিষধর ছিল না। এ ঘটনায় কোনো যাত্রী আহত হয়নি। তবে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। আর সাপ দেখে ভড়কে যাওয়া খুবই স্বাভাবিক বলে মনে করেন গোমেজ। অ্যারিম্যাক্সিকো কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনা জানার পরপরই ট্রাফিক কন্ট্রোলাররা টরিয়েন শহর থেকে আসা বিমানটিকে রাজধানীতে অবতরণ করার সুযোগ দেয়। আর সাপটি কীভাবে বিমানে এলো, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর