শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ফরাসি দূতাবাসে গ্রেনেড হামলা

গ্রিসের এথেন্সে ফরাসি দূতাবাস লক্ষ্য করে গতকাল গ্রেনেড হামলা চালানো হয়েছে। এ ঘটনায় দূতাবাসের বাইরে কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। দেশটির পুলিশ এ কথা জানিয়েছে।

স্থানীয় সময় ভোর ৫টার দিকে এ হামলা চালানো হয়। হামলাকারী মোটরসাইকেলে করে এসে এ হামলা চালায়। গ্রিসের সন্ত্রাসবাদবিরোধী পুলিশ এ হামলার তদন্ত করছে। পার্লামেন্টের উল্টো দিকে অবস্থিত নগরীর একটি প্রধান সড়কে এ হামলা চালানো হয়। স্থানীয় নৈরাজ্যবাদীরা এই হামলার পরিকল্পনা করেছে বলে পুলিশের ধারণা। এরা প্রায়ই কূটনৈতিকপাড়ায় হামলা চালায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ায় ফ্রান্সের ন্যাশনাল ফ্রন্ট  নেতা ম্যারিন লে পেন তাকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠানোর পর তদন্তকারীরা এ ঘটনার সঙ্গে ফ্রান্সের কট্টর ডানপন্থিদের উত্থানের জড়িত থাকার বিষয়টির সম্ভাবনাও খতিয়ে দেখছে। আহত পুলিশকে হাসপাতালে পাঠানো হয়। তার পা সামান্য জখম হয়েছে। বিস্ফোরণে দূতাবাসের প্রধান দরজার সামান্য ক্ষতি হয়েছে। ঘটনার পর পুলিশ দূতাবাসের চারপাশের এলাকা ঘিরে রেখেছে। এএফপি।

সর্বশেষ খবর