শনিবার, ১২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ট্রাম্পকে স্যান্ডার্সের হুঁশিয়ারি

ডেমোক্রেটিক পার্টির নেতা ও সিনেটর বার্নি স্যান্ডার্স যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন তিনি যেন দেশটির সংখ্যালঘুদের বিষয়ে কোনো নেতিবাচক সিদ্ধান্ত না নেন। তিনি এও বলেছেন, ট্রাম্প যদি যুক্তরাষ্ট্রের সংখ্যালঘু মুসলিম, হিস্পানিক, আফ্রিকান আমেরিকানদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেন তাহলে তাকে এর জন্য পস্তাতে হবে। বৃহস্পতিবার এক টুইটে এ কথা বলেন স্যান্ডার্স। এর আগে বুধবার রাতে এক বিবৃতিতে নির্দিষ্ট কিছু বিষয়ে নবনির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছিলেন স্যান্ডার্স। বিবৃতিতে তিনি বলেন, ‘দেশের শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে যে গুরুত্বপূর্ণ নীতির বিষয়ে ট্রাম্প অটল, তাতে আমি ও অন্যান্য প্রগতিশীল শক্তি কাজ করতে প্রস্তুত। তবে বর্ণবাদী, যৌন নিপীড়ন ও জলবায়ুবিরোধী নীতির তীব্র বিরোধিতা করব আমরা।’ স্যান্ডার্স মনে করেন, মধ্যবিত্ত জনগণ বর্তমান এস্টাবলিশমেন্টের অর্থনীতি, রাজনীতি ও গণমাধ্যমের ওপর আস্থা হারানো ও হতাশার ফলেই ট্রাম্প জয়ী হয়েছেন। বার্নি স্যান্ডার্স ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থীর জন্য হিলারি ক্লিনটনের বিরুদ্ধে লড়াই করে হেরেছেন।

তবে শেষে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী হিলারিকে সমর্থন ও ট্রাম্পের বিরোধিতা করার ঘোষণা দিয়েছিলেন। ২০২০ সালে অনুষ্ঠিত হবে পরবর্তী মার্কিন নির্বাচন। ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পথ খোলা রেখেছেন তিনি।

সর্বশেষ খবর