শনিবার, ১২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

আরাফাতের হত্যাকারীর পরিচয় জানি : আব্বাস

ফিলিস্তিনের সাবেক অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাতের হত্যাকারীর পরিচয় জানেন বলে দাবি করেছেন মাহমুদ আব্বাস। ফিলিস্তিনের বর্তমান এ প্রেসিডেন্টের উদ্ধৃতি দিয়ে গতকাল এ খবর প্রকাশ করেছে আরব নিউজ। ইয়াসির আরাফাতের ১২তম মৃত্যুবার্ষিকীতে আব্বাস এমন দাবি করেন। এ সময় তিনি কারও নাম উচ্চারণ করতে অস্বীকৃতি জানান। গতকাল তার ১২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়। হাজার হাজার ফিলিস্তিনির সামনে দেয়া ভাষণে আব্বাস বলেন, আপনারা চাইলেই হত্যাকারীর পরিচয় জিজ্ঞেস করতে পারেন। কিন্তু আমার একা সাক্ষ্যই হত্যাকারীর শাস্তি নিশ্চিতের জন্য যথেষ্ট নয়। এ নিয়ে একটি কমিশন তদন্ত চালাচ্ছে। আপনারা শিগগিরই এটি সম্পর্কে জানতে পারবেন। হত্যাকারীর পরিচয় জানার পর আপনারা ভীষণ চমকে যাবেন। আমি নাম উল্লেখ করতে চাই না। কারণ, এই নামগুলো এমন যে তা স্মরণ না করাই ভালো। ষাটের দশকে ফিলিস্তিনের নেতা নির্বাচিত হন ইয়াসির আরাফাত। ইসরায়েলের বিরুদ্ধে তিনি সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন। অজানা কারণে প্যারিসের নিকটবর্তী একটি হাসপাতালে ২০০৪ সালের ১১ নভেম্বর তার মৃত্যু হয়। ওই সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর।

সর্বশেষ খবর