রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

চীনকে মোকাবিলায় ভারত ও জাপানের পরমাণু চুক্তি

চীনকে মোকাবিলায় ও এশিয়ায় বৃহত্শক্তি গড়তে ভারতের সঙ্গে পরমাণু চুক্তি করেছে জাপান। শুক্রবার দুই দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ প্রকল্প বা এনপিটিভুক্ত  দেশগুলোর মধ্যে জাপানই প্রথম পরমাণু অস্ত্র ব্যবহার করে এমন দেশের সঙ্গে চুক্তি করল। চুক্তি স্বাক্ষর শেষে দেশটিতে সফররত জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, পরামাণু চুক্তি হয়েছে কেবল মানব উন্নয়নে বা অসামরিক কাজের জন্য। পরমাণু অস্ত্র ব্যবহার করা যাবে না তা এ চুক্তির আলোচ্য বিষয়। ভারত জাপানের প্রযুক্তি ব্যবহার করে গ্রিন এনার্জি নিয়ন্ত্রণ করবে। আন্তর্জাতিক মহলের যেকোনো প্রশ্ন রুখতে ২০০৮ সালের পরমাণু চুক্তির আইন বলবৎ থাকবে। জাপান এমন এক সময় পরমাণু চুক্তি করল যখন দক্ষিণ সাগরে চীনের নৌ-হুমকি জোরালো হচ্ছিল। সরকারের শীর্ষমহল মনে করছে, চীনের অপ্রত্যাশিত মেরিটাইম হুমকি রুখতে ভারত বড় ধরনের শক্তি হিসেবে জাপানের পাশে থাকবে। চুক্তির ফলে জাপান ভারতে পরমাণু প্রযুক্তি রপ্তানি, পরমাণু কেন্দ্র তৈরির জন্য চুল্লি, জ্বালানিও রপ্তানি করতে পারবে। ভারতের চুক্তিতে সরকারের পক্ষে স্বাক্ষর করে আসা বিকাশ স্বরূপ এক টুইটবার্তায় আশা প্রকাশ করে বলেন, ‘পরিচ্ছন্ন এবং সবুজ পৃথিবী গড়ে তোলার জন্য এক অনন্য চুক্তি স্বাক্ষরিত হল ভারত ও জাপানের মধ্যে।’ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান পরমাণু অস্ত্র নিরস্ত্রকরণ আইনের অধীনে পরমাণু শক্তি কেবল বিদ্যুৎ উৎপাদন ও গবেষণা কাজে ব্যবহার করতে পারত। ২০১১ সালে ফুকুশিমা বিপর্যয়ের পর বিভিন্নভাবে জাপান সরকারকে পরমাণু শক্তি ব্যবহারের বিরোধিতার মুখে পড়তে হয়। ভারত পরমাণু অস্ত্র অপসারণ চুক্তির মধ্যে না থাকলেও যুক্তরাষ্ট্র, চীন, জাপান, ফ্রান্স, যুক্তরাজ্যের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যে এ পাঁচটি দেশ পরমাণু অস্ত্র ব্যবহার করবে না। এনডিটিভি।

সর্বশেষ খবর