সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ট্রাম্প নিজেকে দেখেন বারলুসকোনি

ট্রাম্প নিজেকে দেখেন বারলুসকোনি

ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের অনেক মিল খুঁজে পেয়েছেন। যদিও যৌনাচার আর ক্ষমতার অপব্যবহারের দায়ে দণ্ডিত হয়ে প্রধানমন্ত্রিত্ব ছাড়তে হয়েছিল বারলুসকোনিকে। ইতালির একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেছেন বারলুসকোনি। তিনি আরও বলেছেন, আমেরিকানরা ট্রাম্পকে বেছে নিয়েছে; এখন তাকেও ‘কাজে ফিরতে দেওয়া’ উচিত। এ বিষয়ে এক প্রতিবেদনে বিবিসি লিখেছে, তাদের দুজনেই রাজনীতিতে এসেছেন ব্যবসার জগত থেকে। বারলুসকোনি একজন মিডিয়া ম্যাগনেট, আর ট্রাম্প আবাসন ব্যবসা থেকে। আইনি ঝক্কি ট্রাম্পকেও পোহাতে হয়েছে, তবে বারলুসকোনির মতো তাকে অপরাধী সাব্যস্ত হতে হয়নি। গত সপ্তাহের নির্বাচনে হিলারি ক্লিনটনকে হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন ৭০ বছর বয়সী ট্রাম্প। রাজনীতিতে আসার বহু আগে থেকেই আমেরিকার সবচেয়ে রঙদার বিলিয়নেয়ার হিসেবে পরিচিত তিনি। ফোর্বসের হিসাবে, ট্রাম্পের সম্পদের পরিমাণ ৩.৭ বিলিয়ন ডলার।

সর্বশেষ খবর