সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

প্রাচীন শহর নিমরুদ পুনর্দখল ইরাকি বাহিনীর

প্রাচীন শহর নিমরুদ পুনর্দখল ইরাকি বাহিনীর

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে প্রাচীন আসিরীয় সভ্যতার শহর নিমরুদ পুনর্দখল করেছে ইরাকি বাহিনী। গতকাল ইরাকি বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। দুই বছর আগে নিমরুদ দখল করেছিল আইএস। এরপরই শহরটিতে থাকা খ্রিস্টপূর্ব ১৩ শতকের ঐতিহাসিক নিদর্শনগুলো ধ্বংস করে আইএস। ২০১৫ সালের মার্চে জাতিসংঘ ও ইতিহাসবিদরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছিল। জাতিসংঘের সাংস্কৃতিক বিষয়ক দফতর একে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছিল। ইরাকি সেনাবাহিনীর দেওয়া বিবৃতিতে বলা হয়, নবম আর্মড ডিভিশনের সেনারা নিমরুদ শহরকে পুরোপুরি মুক্ত করেছে এবং ভবনগুলোর ওপর ইরাকি পতাকা উড়িয়েছে। এছাড়া ইরাকি সেনারা নুমানিয়া নামে আরেকটি ঐতিহাসিক শহর দখল করেছে। এটি একসময় আসিরীয় সাম্রাজ্যের রাজধানী ছিল। এদিকে মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, আইএসের দখলে থাকা সুন্নি আরবদের ২০টি গ্রাম পুনর্দখলের পর কুর্দি  সেনারা সেখানকার বাড়িঘর ধ্বংস করেছে। এসব গ্রাম পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়েছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। তবে কুর্দি আঞ্চলিক সরকারের এক মন্ত্রী দাবি করেছেন, এ অভিযোগ সত্য নয়। বিবিসি।

সর্বশেষ খবর